মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সূর্যোদয়ের সাথে সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে আজ।
মঙ্গলবার (২৬শে মার্চ) প্রত্যুষে উপজেলা শহরের 'হৃদয়ে স্বাধীনতা' স্মৃতিসৌধে প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন, বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী সহ নেতৃবৃন্দরা শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সেখানে আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ সুধীজন।
৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে