আগামী৭জানুয়ারি-২৪ অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন । খুলনা জেলার ডুমুরিয়া ,ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন ।ডুমুরিয়া উপজেলা ১৪ টি ইউনিয়ন ও ফুলতলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-৫ তথা সংসদীয় আসন ১০৩ ।খুলনা-৫ আসনের মোট ভোটার সংখ্যা প্রায়৩লাখ৮৩হাজার।ডুমুরিয়া উপজেলায় ভোটার সংখ্যা প্রায়২লাখ৬৯হাজার।ফুলতলা উপজেলায় ভোটার সংখ্যা প্রায়১লাখ ১৪ হাজার। হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত হিন্দু ভোটার সংখ্যা প্রায় লক্ষাধিক।খুলনা-৫ আসন কে আওয়ামীলীগের রিজার্ভ আসন হিসাবে বিবেচনা করা হয়।বিগত ২০০০ সালের উপনির্বাচনে এবং ২০০৮,১৪,১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক সফল মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ্ নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন |সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পান সৎ,নির্ভীক,আপোষহীন ,জন মানুষের নেতা তৃণমূল থেকে ওঠে আসা মানুষ গড়ার কারিগর বাবু নারায়ন চন্দ্র চন্দ ।বিগত দিনে তিনি সাধারণ মানুষের আস্থা নিয়ে বিদ্যালয় থেকে মন্ত্রালয়ে গমন করেন । বিগত দিনে নির্বাচনের ফলাফল বিবেচনা করলে দেখা যায় যে আসনটি আওয়ামীলীগ রিজার্ভ আসন ।তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে দলীয় বিভক্তীর কারণে শক্ত অবস্থানে রয়েছেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ফুলতলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ।স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছেন তিনি। বিগত ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মাঝে তৈরি হয় ব্যাপক আকারে বিভক্তি । ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পরাজয় এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে ১২ টিতে নৌকা প্রার্থী পরাজিত হয়,ফলে বিভক্তি দেখা দেয় প্রকাশ্যে ।সংসদ সদস্য ঘরআনা নেতাকর্মীরা এলাকা ভিত্তিক ব্যক্তি বলয় সৃষ্টিতে রয়েছে ক্ষোপ ।তার প্রভাব কিছুটা হলেও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় পরিলক্ষীত ।অপেক্ষা আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত ।বিগত দিনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল,পরীক্ষিত নেতা,ভৌগলিক অবস্থান,ভোটার সংখ্যা,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কা নিয়ে অনেকটাই এগিয়ে আছেন বলে জানান বাবু নারায়ন চন্দ্র চন্দের সমর্থকরা ।তারা শতভাগ আশাবাদি নৌকা মার্কা জয়ের মাধ্যমে বাবু নারায়ন চন্দ্র চন্দ কে আবারও সংসদ সদস্য নির্বাচিত করে, স্মার্ট বাংলাদের স্বপ্নদ্রষ্টা দক্ষিণ বঙ্গ উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে এ আসনটি উপহার দিবেন।
১১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৫৫ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৮ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২১৮ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৬ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে