সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার বিভন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত । চাকুন্দিয়া শ্রী শ্রী সত্যধাম সেবাশ্রম এ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৭ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা শ্রী শ্রী সত্যধাম সেবাশ্রম হতে জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে বহনকারী রথ বরাতিয়া সুবর্ণ বনিক পাড়া রাধাগোবিন্দ মন্দির মাসি বাড়ী রওয়ানা দেন। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন।সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।শুভ রথযাত্রা উপলক্ষে বরাতিয়া সুবর্ণ বণিকপাড়া রাধা গোবিন্দ মন্দিরে রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় , মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, অনুষ্ঠিত হবে ।আশ্রমাধ্যক্ষ তুষার রাহা বলেন ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
১১ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৫ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৫৬ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১১৮ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২১৮ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২২৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে