মোরেলগঞ্জে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ । সোমবার বিকাল ৩ টায় মোরেলগঞ্জ বাজারস্থ উপজেলার পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এইচএমবদিউজ্জামান সোহাগ বর্তমান সরকারের স্থানীয় এবং সারাদেশের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের পেশাদারিত্বের মনোভাব নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির স্থানীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এমদাদুল হক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এ্যাড. শাহ ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান লাল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. সিদ্দিকুর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা এনামুল হক রিপন, ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার সহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি এইচ এম মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক গণেশ পাল, সাংবাদিক ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচএম জসিম উদ্দিন, সাবেক সভাপতি এইচএম শহিদুল ইসলাম, সহসভাপতি কে এম শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, শিব সজল যীশু ঢালী, রমিজ উদ্দিন, আলী হায়দার ছগীর, এখলাস শেখ, নাজমুল হোসেন, শেফালী আক্তার, বিএম মাহাবুব হোসেন, শাহজাহান হায়দার প্রমুখ।
৪২৮ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৩৯ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৭৭ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৭৯ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৪৭৯ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৮০ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪৮০ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৪৮২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে