দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।
(Guinness World Record এ "The Most Football (Soccer) Toe Taps in one minute" category ) অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন।যে রেকর্ডটি আগে ছিলো ২১২।
মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ৪নং ওয়ার্ডে।
শাহরিয়ারের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন জানান, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন করছেন।
১১ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৭০ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
১২৬ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮২ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬২ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
২৬৩ দিন ৩১ মিনিট আগে
২৬৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে