নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে অটো চার্জার গাড়ির চাপায় রহিমা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি)সকাল ১০টার দিকে নিয়ামতপুর - মান্দা সড়কের ডিমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে ৷
মৃত রহিমা উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে। জানা গেছে, ডিমা গ্রামের মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় রহিমা (৫) এর দাদি তার নানার বাড়ীতে যাওয়ার জন্য রহিমাকে রাস্তা পার করছিল এমন সময় যাত্রীবাহী অপরদিক থেকে অটো চার্জার বেপরোয়া গতিতে যাওয়ার সময় রহিমাকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিমার মরদেহ উদ্ধার করে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৫ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৫৫ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৭ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে