শার্শায় বাজারজাতকরনের সময়ের আগেই পেঁকে ঝরে যাচ্ছে হিমসাগর আম,বিপাকে চাষী গলাচিপায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজার সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি’-ডা: জাহিদ হোসেন লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নেশা শুধু টাকা ,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। চেয়ারম্যান নির্বাচিত হলো জামায়াত নেতা, সাড়ে তিন বছর পর আদালতে রায় কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "নতুন করে" সাম্য হত্যাকান্ডে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে সভা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশাশুনিতে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পুলিশের হামলায় কলার বোন ভাঙলো সাংবাদিকের বস্তা বন্দী করে শিশুকে নদীতে ফেলার সময় দুজন আটক জাবিতে মানোন্নয়ন পরীক্ষা চালু করাসহ চার দফা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের, পুলিশের বিচার দাবি হাটহাজারী-কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে - স্বাস্থ্য উপদেষ্টা সিরাজগঞ্জে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু গোয়ালন্দে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল



  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িতোদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবী, এবং সারাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিজান আহমেদ, পৌর ছাত্রদল নেতা এনামুল হক, শাকিল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফিফ, সায়েম আহমেদ, ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা, বাইজিদ আহমেদ, ১নং বুড়ইল  ইউনিয়ন ছাত্রদল নেতা কুদ্দুস, সোহান আকাশ, মাহফুজ মিলন, নং সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ওমর ফারুক ,  রাকিবুল ইসলাম তাহান, সবুজ আহমেদ , আলিম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন সরকার, সাব্বির, ছাত্রনেতা বাইজিদ আহমেদ, সাব্বির ইসলাম সৈকত প্রমুখ।



ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার চাই,


আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে, 


আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই সহ


 মিছিলে বিভিন্ন স্লোগান তোলেন ছাত্রদল নেতারা। 



মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন তরুণকে হত্যার দায় এড়াতে পারে না কেউ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।



উল্লেখ্য, গত শনিবার বিকেল রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহ।

আরও খবর