সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। গুরুজনকে সম্মান করতে হবে। তাদের দোয়া ও মনোযোগসহকারে লেখা পড়া করলে জীবনে সফলতা অনিবার্য। তিনি আরও বলেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই। সকল চিন্তা বাদ দিয়ে লেখা পড়া করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মশিউর রহমান বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মোহাম্মদ আলী সুজন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিপুল, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক আ ম আক্তারুজ্জামান মুকুল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মন্টু সরদার, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন খান, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসান, সমাজ সেবক মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী, নবাগত শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম।
১ দিন ৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে