সাতক্ষীরা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
সাতক্ষীরা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, বিকাল ০৪ টায় সনাক কার্যালয়ে ‘সনাক-টিআইবি’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, যেমন- হেল্প ডেস্ক এর নির্দেশক চিহ্ন না থাকা; ওয়েটিংরুমে ফ্যান না থাকা; অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি অকার্যকর; সেবা পেতে দীর্ঘসূত্রিতা; নারী বান্ধব অবকাঠামোর অভাব (ব্রেস্টফিডিং কর্নার, আলাদা টয়লেট ইত্যাদি); দালালের দৌরাত্ম্য; অনৈতিক লেনদেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য সহকারি কমিশনার ভূমি এর সাথে অ্যাডভোকেসি করার পাশাপাশি প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এর সাথে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ‘ভূমি অফিসের অনিয়ম বন্ধ করার জন্য সর্বাগ্রে সেবাগ্রহীতাকে সচেতন হতে হবে। অনিয়ম নীরবে সহ্য না করে সেবাগ্রহিতাকে এর প্রতিবাদ করতে হবে। এ ক্ষেত্রে মিডিয়া কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনিয়মের শিকার সেবাগ্রহিতাদের নিকট থেকে অনিয়মের প্রমাণ সংগ্রহ করে তা নিয়ে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করতে হবে।’
সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোঃ তৈয়েব হাসান সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সমন্বয়ক মোঃ অহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি হেনরী সরদার, সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ডাঃ সুশান্ত কুমার ঘোষ, ড. দিলারা বেগম, সনাক সহসভাপতি আব্দুস সামাদ, সদস্য পবিত্র মোহন দাশ, অধ্যক্ষ এসএম আঃ ওয়াহেদ, স্বদেশ এর নির্বাহী পরিচালন মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক ও নাট্যকর্মী বরুন ব্যানার্জি, সাংবাদিক গাজী ফরহাদ, মোঃ হাবিবুর রহমান, মেহেরুন্নেছা খাতুন প্রমূখ।
উপস্থিত ছিলেন ভূমি খাতের বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহিতা, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম।