মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট শেষ হয় বিকেল ৪টায়।
বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ। বাতিল হয়েছে ৩৮৮ ভোট।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মোটরসাইকেল প্রতীকের জিয়াউল ইসলাম জিয়া গণমাধ্যমে অভিযোগ করে বলেন, বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ একজন সন্ত্রাসী। বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী নিয়ে এসে আমার নেতা কর্মীদের বাঁধা সৃষ্টি করেছে। বিষয়টি বিভিন্ন সংস্থার সাহায্য চেয়েও সহযোগিতা পাইনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর আমার নির্বচনী কর্মী মাহমুদপুর এলাকার খোকনের বাড়িতে হামলা এবং দিঘিরপাড় এলাকার পাঞ্চাব আলীর বাড়িতে ককটেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করেছে রউফ বাহিনী।
৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে