মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ সহ ৩য় বারের মতো, উপজেলা ও জেলাতে মাধ্যমিক পার্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে গণ-সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টায় বিদ্যালয়ের শেখ জহরুল হক অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান গাজী আজিজুর রহমান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ,কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন , বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম মোঃ কুতুব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ বাচ্চু, সাতক্ষীরার সকালের কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য শেখ রফিকুল ইসলাম, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কর সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুধীজন।
বক্তরা গাজী মিজানুর রহমানের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ধারবাহিক ভাবে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে