মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সেবাসমূহ জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শনিবার ( ৮ জুন ) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জনসচেতনতামূলক ভূমি সেবা সপ্তাহের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী কার্যক্রম শুরু হল। জেলার ৭ উপজেলায় ৫৮ টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইন খতিয়ানের আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা। নামজারী/জমাভাগ/খারিজ করতে মোট খরচ যেটা সেটা গ্রহণ করা হবে। এবং সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার দিবেন বুথে থাকা কর্মকর্তারা। ভূমি সেবার মান নিশ্চিত করতে আমরা সবসময় বদ্ধপরিকর।
আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে