মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে মেহেদী হাসান খোকা (১৭) নামের এক তরুণ গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর ৫ টার দিকে নিহতের বাসগৃহে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের ছেলে খোকা কারিমা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। পড়াশুনার সুবাদে একই ক্লাসের ছাত্রী রুমকির সাথে খোকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বকচরা গ্রামের মেয়ে রুমকি ঐ স্কুলের প্রধান শিক্ষকের নাতনী বলে জানা গেছে। ঘটনার দিন রাতে খোকা মেয়ের সাথে মোবাইলে চ্যাটিং করে প্রায় রাত ৩ টা পর্যন্ত। এরপর ভোরের দিকে খোকা নামের ঐ তরুণ একটি ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা গেছে ঐ ওড়নাটি ছিল মেয়ে রুমকির ব্যবহৃত ওড়না যেটি সঠিক তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সকালে ঘরের আড়া থেকে পরিবারের লোকজনে লাশ নামানোর পর ভীড় জমে তা দেখতে। তারপর শুরু হয় মৃত্যু কারণ ও গুঞ্জণ। এদিকে খোকার আত্মহত্যা নিয়ে আরো গুঞ্জন ওঠে, তার পিতা মাদকাসক্ত জাহিদুলের দ্বিতীয় বিয়ের কারণে খোকার মায়ের সাথে দিনরাত ঝগড়া ও মারধোরের ঘটনা ঘটে। নিহত খোকার মাকে প্রায়ই বেধড়ক মারে তার পিতা। পরিবারের এ অবস্থার মধ্যে খোকাও হয়ে ওঠে কিছুটা নেশাগ্রস্থ কিশোর ও বখাটে। পিতার এসব কাণ্ডে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেও অনেকের ধারনা।
তবে সর্বশেষ দুপুর ২ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণের লাশ নিয়ে মর্গে পাঠায় সাথে ব্যবহৃত ফোন ও ওড়নাটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা যায়।
১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে