মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে বর্ষায় পানিবন্দী প্রায় শতাধিক পরিবার। বর্ষার মৌসুম শুরু হলেই পড়েন ভোগান্তিতে। প্রতিবছর বর্ষার মৌসুমে বন্যার পানিতে ডুবে থাকে এলাকাটি, পানি নিষ্কাশনের জন্য নেই নির্দিষ্ট কোনো ড্রেন বা কালর্ভাট। বর্ষার মৌসুমে এলাকাটির প্রায় ১৫০ ফুট রাস্তা প্রতি বছর পানির নিচে ডুবে থাকে, কিন্তু সংস্কার করা হয় না রাস্তাটি। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে তৈরি করেছে কাঠের ব্রিজটি।
স্থানীয়রা জানান, রাস্তাটি পানিতে ডুবে থাকায় মুসল্লীদের মসজিদে নামাজ পড়তে যাওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের চিকিৎসার জন্য যাওয়া, ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রে যাওয়াসহ সকল দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভানে থাকেন সব সময়। সংস্কারের অনুরোধ জানালেও সংস্কার হয় না রাস্তাটি। সেকারণে নিজেদের উদ্যোগেই তৈরি করেছেন ব্রিজটি।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ব্রিজটি তৈরীর পর বিষয়টি শুনেছি। ৯নং সোরা এলাকাবাসী নিজ উদ্যোগে ব্রিজটি করছে। তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীদিনে যে কোন উদ্যোগে আমাকে পাশে পাবে।
১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে