ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯ টায় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে ভাষা শহীদদের স্মরণে সম্মান পূর্বক সংগীতের মাধ্যমে এবং অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুল মোন্নাফ আকন্দ।
তিনি বলেন, শিক্ষার্থীদের দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে হবে। সত্য, ন্যায় ও নৈতিকতা বুকে ধারণ করে আগামীর নাবিক হতে এবং মেধাবীদের বিশেষ গুরুত্ব দানের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আদর্শিত মানুষ হিসেবে গড়ে তুলতে অত্র প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
প্রধান শিক্ষক মিস্টারুল আলমের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ হাসান নিরব। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মহিলা অনার্স কলেজর রসায়ন বিভাগের প্রধান মোঃ সোহাগ।
পরিচালক নুর মোহাম্মদ জানান, মেধা বিকাশে ছোট্ট ছোট্ট অর্জন স্বপ্ন বুননে লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে।
এছাড়াও পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করে তাদের আত্মচেতনা, আত্মপ্রত্যয়ী মনোভাব জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও নিশ্চিত করেন তিনি।