শেরপুরে আ'লীগের দুই নেতা আটক
বগুড়ার শেরপুরে হামলা, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আ'লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা আ'লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গাড়ীদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামসুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৮), শেরপুর শহর যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নবমী সিনেমা হল এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের ছেলে ফেরদৌস সরকার মুকুল (৩৮)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।