শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
"জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্ত দিব হাঁসি মুখে, রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্ৰত হয় মানবিক অনুভূতি" স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আলোর পথের পথিক ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দিনব্যাপী শেরপুর সরকারি কলেজ এবং দ্বিতীয় ধাপে ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় ৭শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।
শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও এপিপিএফ এর উপদেষ্টা আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের উপদেষ্টা জয়নুল আবেদীন, গোলাম মোর্শেদ, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফ হাসান নিরব সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।