সাতক্ষীরা শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর কার্যক্রম পরিদর্শন করলেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর খুলনা ফিল্ড অফিসের কর্মকর্তাবৃন্দ।
সোমবার দুপুর একটায় শ্যামনগর সদরে জেসি কমপ্লেক্সেের তৃতীয় তলায় ভাব বাংলাদেশের শ্যামনগর ফিল্ড অফিস ও ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় করেন জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের খুলনা ফিল্ড অফিসের প্রধান মো: কাউসার হোসেন ও শিক্ষা অফিসার মো: সাজিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার
মিনা হাবিবুর রহমান। শ্যামনগরে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও ফিল্ড অফিসের কর্মকর্তারা ইউনিসেফের কর্মকর্তাদের ভাব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে ইউনিসেফ কর্মকর্তাবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।
ভাব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব জয়দেব বিশ্বাস,কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আজাহারুল ইসলাম, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাজমিরা খাতুন, দেবজ্যোতি বিশ্বাস, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণার্থী মামুন, সাবরিনা প্রমুখ।