রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার বিকাল ৪টায় উপজেলা জাপা কার্যালয়ে এরশাদের জীবনী ও কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে তার রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয়।
উপজেলা জাপা সভাপতি এ্যাড.আব্দুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা জাপা সম্পাদক এম, কামরুজ্জামানের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, জিল্লুর রহমান,আহম্মাদ আলী, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, আলমগীর হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ভূরুলিয়া ইউপি সভাপতি হাবিবুর রহমান, কাশিমাড়ী ইউপি সভাপতি জাহাঙ্গীর কবির লাকি, মুন্সিগঞ্জ ইউপি সভাপতি আব্দুল আলীম, ঈশ্বীপুর ইউপি ফজলুল হক মোড়ল, আটুলিয়া ইউপি সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, জাতীয় পার্টী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।