সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে।
মঙ্গলবার(১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে রঘুনাথ মন্ডলের বাড়িতে সংঘবদ্ধ চোরের দল অনুমান চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ সন্দেহভাজন ভাবে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রঘুনাথ মন্ডলের পরিবার সুত্রে প্রকাশ, গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সকলকে জিম্মি করে ফেলে। সকলের মুখে মুখোশ পরা ছিল বলে জানান।
এক পর্যায়ে আলমারিতে রক্ষিত দুটি স্বর্ণের রুলি, দুটি স্বর্ণের শাঁখা, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, দুটি স্বর্ণের কানের দুল, নগদ এগার হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধিন রয়েছে।