রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ প্রমুখ।
আলোচনাসভা শেষে র্যালী অনুষ্ঠিত হয় এবং একই সাথে সাতক্ষীরা জেলায় একদিনে এক যোগে এক লক্ষ বৃক্ষ রোপণ করা হবে তারই অংশ হিসাবে শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
।