সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের ও মানিকখালী এলাকার বাসিন্দা অমল চন্দ্র মন্ডল বুধবার(২৩ আগষ্ট) সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন। মৃত্যু কালে তার বয়স অনুমান ৭৫ বছর।
তিনি স্ট্রোক জনিত কারণে মারা যান। তার পুত্র মনোদীপ মন্ডল জানান, দীর্ঘ তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।
অমল চন্দ্র মন্ডল তার কর্ম ও ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও উন্নয়ন মূলক কাজ করে গেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রমজাননগর ইউনিয়ন শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ ৩০ বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, দীর্ঘদিন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওরেশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রমজাননগর ইউপি শাখার সভাপতি হিসাবে প্রায় এক যুগ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অন্যান্য সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
দুপুরে নিজ বাড়ীতে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর, রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রমুখ।