সুন্দরবন পশ্চিম জোন সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা২৭আগস্ট(রবিবার)রাত ১টার দিকে কাটেশ্বর বন টহল ফাড়ি সংলগ্ন হাজির খালের ভারানীতে অভিযান চালিয়ে শিকারীদের ফেলে যাওয়া একটি ডিঙ্গি নৌকা আটক করেন। ফেলে যাওয়া নৌকার মধ্যে অভিযান চালিয়ে সদ্য চামড়া ছাড়ানো আনুমানিক ৪০ কেজি হরিণের মাংস,৪ খানা পা,১টি মাথা ও ১টি চামড়া জব্দ করেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।
বনকর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা গভীর সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এম কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, রোববার রাত ১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা সুন্দরবনের হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিনের মাংস,পা,চামড়া মাথা সহ শিকারীদের ফেলে যাওয়া নৌকা আটক করেন। তিনি আরো জানান, হরিনের মাংস বন বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রেঞ্জে কেরোসিন মাখিয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে।
তবে তিনি আরও বলেন শিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। সনাক্ত হলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে।
২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে