শ্যামনগরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “ সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও স্থানীয় সরকারকে শক্তিশালী করণ বিষয়ক বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ।
মেলায় ১২টি ইউপির ১২টি স্টলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র সহ উপকরণ প্রদর্শন করা হয়।
ছবি- শ্যামনগর স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
২২ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে