মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নিজস্ব প্রশিক্ষণ হল রুমে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার প্রমুখ।