নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন (৫০) নামে এক কর্তনকৃত ধান পাহারাদেয়া বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ডিসেম্বর) আনুমানিক সকাল ৬টার দিকে উপজেলা রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামে লাশটি উদ্ধার করা হয়। সে নন্দীগ্রাম উপজেলার হাটলাল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, নিহত আনোয়ারের মামার বাড়ি বেলতা গ্রামে হওয়ায় বেশ কিছু কৃষিজমি এ গ্রামে রয়েছে বিধায় এইগ্রামের জমি চাষাবাদের জন্য মাঝেমধ্যে জমি দেখাশুনা করতে আসে। তারই ধারাবাহিকতায় রবিবার রাত্রী ৯টায় জমির কর্তনকৃত ধান রাতে পাহারা দেবার উদ্দেশ্য টর্চ লাইট নিয়ে বাড়ি হতে বের হয়ে আসার পরে আজ সকালে স্থানীয়রা তার মৃত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের স্বজনদের কাছে খবর দিলে তারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম বলেন, নিহত কৃষক হাই ব্লাড প্রেসারের রুগী নিয়মিত ঔষধ সেবন করতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উচ্চ রক্ত চাঁপের কারনে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
২৭৬ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২৮৯ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
২৯৬ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২৯৭ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
৩০৪ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩০৫ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৪৫ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে