মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সেবা ও মৃতদের দাফন-কাফনের প্রত্যয় নিয়ে মৌলভীবাজারে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবি সংগঠন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর আয়োজনে করোনায় মৃতদের দাফনকারী ব্যক্তিদের এবং গুণীজনদের সংবর্ধনা দিয়েছে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।
কবি মীম সুফিয়ান এবং শাহ মিসবাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জেন এর পক্ষে তাঁর প্রতিনিধি ডাঃ ফেরদৌস আহমদ, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু।
ভিডিও কনফারেন্সে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমেদ তরফদার জুম্মন।
অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহিবুল্লাহ। ইসলামী নাশিদ পরিবেশ করেন কবি জাগ্রত কবি মুহিব খান, ইনভাইট এএর শেখ এনাম এবং আবাবিল সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা।
অনুষ্ঠানে ইকরামুল মুসলিমীনের ককাফন-দাফনে অংশগ্রহণকারী সদস্যদের সম্মননা হিসাবে 'সেবা পদক' এবং জেলায় অন্যান্য সেচ্ছাসেবী সংগঠন ও গুণীজনকেও সেবা পদক ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি এহসান জাকারিয়া বলেন, অনুষ্ঠান বাস্তবায়নে ইকরামুল মুসলিমীন আন্তর্জাতিক শাখার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।