গাউসিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখা (দক্ষিন) এর কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় কক্সবাজার তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব ওমর সোলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, তৈয়্যাবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর জনসংযোগ কর্মকর্তা একরামুল হক রানা।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখা (দক্ষিন) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে টেকনাফের প্রবীণ শিক্ষক মৌলানা শওকত আলীকে সভাপতি, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমকে সাধারণ সম্পাদক ও টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব মৌলানা ছৈয়দ হোসাইনের পুত্র মো: হোসাইনুল মোস্তফা মধুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আংশিক কমিটি দ্রুত সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
৪ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১০৪ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে