টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার আবুল হাসেমের মেয়ে রফিকা(৩৫), লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান (৪০)।
২৪ অক্টোবর মঙ্গলবার রাত ২ টা ৩০ মিনিটের সময় টেকনাফের হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গতকাল রাতে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটিদল ক্যাম্পে রফিকার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন রফিকার কক্ষে সাদা রঙ এর বালতির ভেতরে প্লাটিক মুড়ানো একটি পলেটিন উদ্ধার করা হয়। মাদকের সাথে জড়িত বাড়ির মালিকসহ দুই নারীকে আটক করা হয়। পলেটিনটি খুলে গণনা করে ২৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, ইয়াবা ও আটক দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।
৪ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১০৪ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে