কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেকনাইফ্যা পাহাড় এলাকায় বড় ভাই আবদুল মালেকের দা’য়ের কুপে ছোট ভাই শওকত আলম নিহত হয়েছে।
শুক্রবার ২৭ অক্টোবর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মালেক কিরিচ দিয়ে ছোট ভাই শওকতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শওকত। ঘটনার পর থেকে মালেক পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘মালেককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৪ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে