এবার মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে। দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে (সোমবার ও মঙ্গলবার) মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে খালাস হয়েছে ৫৭৯ মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ। নাফ নদের জেটি থেকে ট্রাকে ট্রাকে পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে সরবরাহের কারণে দামও নিম্নমুখী এখন।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কালের কণ্ঠকে জানিয়েছেন- ‘পেঁয়াজের সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমদানির বিষয়টি আমরা ভালোভাবে তদারকি করছি। আমদানিকারকরা স্থানীয় ব্যাংক থেকে ড্রাফটের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছেন। এতে করে একদিকে সংকট যেমনি মোকাবেলা করা হচ্ছে তেমনি আবার আমদানি শুল্কও আয় হচ্ছে।’
টেকনাফ স্থলবন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক সিআইপি জানান- ‘স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সহনশীল করার জন্য আমরা মিয়ানমার থেকে আমদানি করছি।
গতকাল মঙ্গলবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৩ হাজার বস্তা পেঁয়াজ বোঝাই একটি কার্গো বোট জেটিতে ভিড়ার পর খালাসে বাজারজাতকরণ করা হচ্ছে।’
তিনি জানান, দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত এবং চাহিদার তুলনায় পেঁয়াজের সংকট দেখা দেয়। চলমান পরিস্থিতিতে পেঁয়াজের চাহিদা মেটাতে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা এবার আমদানিতে মনোযোগ দিয়েছেন।
স্থানীয় এ রহমান এজেন্সি নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবেক এমপি আবদুর রহমান বদি কালের কণ্ঠকে বলেন- ‘মিয়ানমারেও পেঁয়াজের মূল্য চড়া।
এমনকি ক্রয় মূল্যসহ শুল্ক আদায়ের পর বাংলাদেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে একই দাম হলেও আমরা দেশের স্বার্থে আমদানি করছি।’
তিনি বলেন, টেকনাফে দু’টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে ডলারের বিনিময়ে মিয়ানমার থেকে আমদানির পণ্যের ড্রাফট করার জন্য। একটি রাষ্ট্রীয় ব্যাংক পেঁয়াজ আনার জন্য ডলারের বিনিময় হার সঠিকভাবে লেনদেন করলেও অপর একটি বেসরকারি ব্যাংক তার উল্টো কাজ করার অভিযোগ করেন তিনি। এ কারণে পেঁয়াজের আমদানিতে খরচ বেড়ে যাচ্ছে।
টেকনাফের শুল্ক কর্মকর্তা মোশাররফ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন- ‘দেশের বাজারের সংকট মেটাতে মিয়ানমার থেকে একের পর এক পেঁয়াজ বোঝাই কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে এসে ভিড়ছে।
তিনি জানান, মিয়ানমারে আরো প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য মওজুদ রয়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। গত দুই দিনে মিয়ানমার থেকে ৫৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে ২৮ লাখ ৮৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।
৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৪ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে