টেকনাফ সাবরাংয়ের কুরাবুইজ্জাপাড়া এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়ার মোঃ মমতাজ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের বাহারছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জিয়াবুল করিম প্রঃ কাশেম (২০)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন, কুড়াবুইজ্জাপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর সময় মোঃ মিজানুর রহমান এবং মোঃ জিয়াবুল করিম প্রকাশ কাশেম নামে দুইজন আটক করতে সক্ষম হয়। তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও তারা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত যোগসাজশে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল বলে জানায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৭ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৬ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৪ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে