ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
আটক রোহিঙ্গারা হলেন- নাসিমা (২১) ও সাঈদ (২৬)। তারা কক্সবাজারের টেকনাফ ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। তারা স্বামী স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট করতে আসে। এসময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে তাদের আটক করে আটক করে পাসপোর্ট অফিসের লোকজন। পরে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
৪ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৭ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৮৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
১০৫ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে