টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

আলীখালী আইআরসি হাসপাতাল স্বাস্থ্য সেবায় দৃষ্টান্ত হয়ে উঠেছে

টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী-রঙ্গিখালী-লেদা সংযোগ সড়কে রাস্তার পাশে গড়ে ওঠা আইআরসি হাসপাতাল। চারপাশ সুশোভিত গাছপালায় পরিবেশবান্ধব এ স্থাপনা স্বাস্থ্য সেবায় ভরসার প্রতীক হয়ে উঠেছে স্থানীয় ও রোহিঙ্গাদের কাছে।


ইতিমধ্যে চিকিৎসা সেবার পাশাপাশি ব্যতিক্রমী নানা উদ্যোগ আর ব্যবস্থাপনায় ভিন্ন উচ্চতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। সাধারণ রোগীর পাশাপাশি গর্ভবর্তী ও প্রসূতি নারীসহ শিশুদের স্বাস্থ্য সেবায় ইতিমধ্যে তা অনুকরণীয় হয়ে উঠেছে। দিনরাত ২৪ ঘন্টা খোলা রেখে রোগিদের সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে প্রত্যান্ত গ্রামের এই হাসপাতাল। একটি বেসরকারী এনজিও পরিচালিত প্রতিষ্ঠান হয়েও সেবার মান ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটিয়ে প্রচলিত প্রথার বাইরে নিজেকে ব্যতিক্রমী করে তুলেছে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। রোহিঙ্গা ও স্থানীয়দের জরুরী সেবা ও কারো রেফারাল সেবা দরকার হলে মুহুর্তে পাওয়া যায় এই হাসপাতাল থেকে।



সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২০২০ সালের ৭ জানুয়ারী থেকে যাত্রা শুরু করা এই হাসপাতালে ৬ জন নিয়মিত রোগি ভর্তি হয়ে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া তাদের নিরাপত্তা, ল্যাব থেকে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক সম্বলিত একটি সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। ৬ জন নিয়মিত ডাক্তার ও প্রায় ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।


হাসপাতালে প্রবেশ করার শুরুতে হ্যান্ড ওয়াশ, সিকিউরিটি, প্রাথমিক পরীক্ষার যন্ত্রপাতি রয়েছে। সুস্থ দেহ-মনের জন্য মানুষকে সচেতন করতে হাসপাতালকে ঘিরে থাকা স্থাপনায় নানা স্বাস্থ্য বার্তা সংবলিত ছবিও আঁকা হয়েছে। আর সার্বক্ষনিক হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স রয়েছে। যাতে করে যেকোন ডেলিভারী ও সংকটাপন্ন রোগি টেকনাফ-কক্সবাজার হাসপাতালে নিয়ে যেতে পারেন।


সেবা নিতে আসা রঙ্গিখালী গ্রামের পঞ্চাশোর্ধ্ব বয়সী কালাম, নুর মোহাম্মদ ও আলম জানান, আলীখালী আইআরসি হাসপাতাল করার পর রোহিঙ্গা ও স্থানীয়রা সেবা পাচ্ছি। দিতে হয়না কোন ফি বা পরীক্ষা নিরীক্ষার টাকা। ওষুধ পর্যন্ত ফ্রি দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি আশপাশের ৮/১০টি গ্রামের মানুষেরও আস্থার প্রতীক হয়ে উঠেছে। কর্তব্যরতরা রাতদিন নিরবচ্ছিন্ন সেবা দিয়ে স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য স্বাস্থ্য সেবার বিষয়ে গ্রামবাসীদের আগ্রহী করে তুলেছে।



স্থানীয়রা জানান, ২০২০ সালে ভাড়াকৃত জমির ওপর ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)র ব্যবস্থাপনায় প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার (পিএইচসিসি) আলীখালী ক্যাম্প-২৫ হাসপাতাল গড়ে তোলা হয়। বর্তমানে পার্শ্ববর্তী কয়েক গ্রামের ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শুধুমাত্র ২০২৩ সালে প্রায় ৬০ হাজার জন রোগি সেবা নিয়েছেন।


এছাড়া গর্ভবতী ও প্রসূতি রোগিরাও নিয়মিত সেবা পাচ্ছেন এই হাসপাতালে। নিয়মিত নরমাল ডেলিভারি কার্যক্রমে প্রায় ৫০০ নতুন শিশু দেখেছে পৃথিবীর আলো। এছাড়া সেবার মধ্যে রয়েছে-জেনারেল সেবা (ডায়াবেটিক, হাইপারটেনশন, অ্যাজমা, চর্মরোগ, ডায়েরিয়াসহ প্রাথমিক সকল সেবা) আইপিডি সেবা, ইমারজেন্সি সেবা, এ্যাম্বুলেন্স সেবা, মেন্টাল হেলথ সেবা, নরমাল ডেলিভারি, ডেলিভারি পূর্ববর্তী এবং পরবর্তী সেবা, ল্যাব বা রোগ পরীক্ষা-নিরিক্ষা সেবা, এবং খৎনা।


এছাড়া চালু রয়েছে টিকা কার্যক্রম। প্রতিটি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থাকেন ক্যাম্প ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে উদাহরণ তৈরি করা এ হাসপাতালের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন।


স্থানীয় সমাজকর্মী জাবের সিকদার জানান, আইআরসি পরিচালিত হাসপাতালটিতে ছুটির দিনসহ সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রত্যাশীদের আনাগোনা তাঁর আবেগকে নাড়িয়ে দেয়। হাজার হাজার গ্রামবাসীকে স্বাস্থ্য সচেতন করা প্রতিষ্ঠানের ব্যতিক্রমী কার্যক্রম তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। এই হাসপাতাল না হলে অনেক মানুষের কষ্ট ও ভোগান্তি হত। তাদের যাত্রা অব্যাহত থাকুক।



প্রতিদিন প্রায় ১৭০/১৮০ জন নানা ধরনের চিকিৎসা এবং ওষুধ গ্রহণ করেন। রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে হাসপাতালে সব ধরনের জাতীয় দিবস উদযাপিত হয়। স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করার অংশ হিসেবে নানান বিষয়ের সমন্বয় ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। রাস্তার পাশে অবস্থানের কারণে চলাচলরত অনেকেই প্রতিনিয়ত সেখান থেকে স্বাস্থ্য সেবা নেয়। স্বাস্থ্যখাতে এধরণের সেবার মান নিয়ে হাসপাতালটির অব্যাহত কার্যক্রম চলমান থাকবে এই প্রত্যাশা স্থানীয় ও রোহিঙ্গা উভয় জনগোষ্ঠীর।

Tag
আরও খবর

পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

১৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে


টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন

১৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে





টেকনাফে বসত ঘরে মিলল ২০ হাজার ইয়াবা

৮৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে