কক্সবাজারের টেকনাফে মীনা বাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২২ বছর পলাতক থাকা অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র্যাব-১৫ । রবিবার (২৮ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার দুপুরে কক্সবাজার সদর থানায় দায়ের করা অস্ত্র আইনে মামলা’র গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আনোয়ার ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে টেকনাফের মীনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হ্নীলা ইউনিয়নের মীনা বাজারের নুরুল ইসলামের ছেলে আনোয়ার ইসলাম (৪০) কে আটক করা হয়।
তিনি আরো জানান, উক্ত অস্ত্র কারবারি ২০০২ সালে অস্ত্র মামলায় কক্সবাজার সদর থানা কর্তৃক হাতেনাতে গ্রেফতারের পর ১ বছর পর জামিনে বেরিয়ে পরবর্তীতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪৭ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮৭ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
১০৫ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে