কক্সবাজারের টেকনাফ সদরের বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার র্যাব-১৫ এর সদস্যরা।
মোঃ ইউসুফ প্রকাশ ফুলা ইউসুফের ছেলে রবিউল আলাম (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানার মামলা নং-৪৩(০৫)১৯, ধারা-১৯এ/১৯(এফ), অস্ত্র আইন ১৮৭৮ এবং মামলা নং-৪৪, তারিখ-১১/০৫/২০১৯, ধারা-৩৬(০১) সারণীর ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রবিউল আলম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে,উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী টেকনাফ সদরের বরইতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৭ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
৮৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
১০৫ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে