সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং পয়েন্ট দিয়ে মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ৬৪জন সদস্য প্রাণ রক্ষার্থে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে টেকনাফ ২বিজিবির নিকট আত্নসমর্পণ করে আশ্রয় নিয়েছে। পরে তাদের নিশ্চিদ্র নিরাপত্তায় নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
জানা যায়,৭ ফেব্রুয়ারী সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি সংলগ্ন উত্তর পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে স্বশস্ত্র অবস্থায় মিয়ানমার বিজিপি পুলিশ ক্যাপ্টেন থিন মং উইনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ৬৪জন সদস্য অনুপ্রবেশ করে স্থানীয় বিজিবির নিকট আতœসমপর্ণ করে। এই খবর পেয়ে বিজিবি কক্সবাজার রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবীর, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস),উপাধিনায়ক মেজর শরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর সন্ধ্যা ৭টারদিকে সরকারের উর্ধ্বতন মহলের নির্দেশে হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিপি সদস্যদের আশ্রয় কেন্দ্র বানানো হয়। এসময় বিজিবির উর্ধ্বতন মহল, হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। পরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে মায়ানমার বিজিপির আতœসমপর্ণকৃত ৬৪জনকে নিরাপদ আশ্রয়ের জন্য হ্নীলা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
এর আগের দিন সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সীমান্তের উত্তপ্ত পরিবেশের কারণে এই স্কুলকে প্রাথমিকভাবে আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন সংস্থার ৬৪জন সদস্য অনুপ্রবেশ করে আত্নসমর্পণের বিষয়টি সংবাদকর্মীদের নিকট নিশ্চিত করেছেন।
এদিকে হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপি বহরের অনুপ্রবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের আশ্রয় দেওয়ার পর টেকনাফের মানুষের মধ্যে যুদ্ধ আতংক বিরাজ করছে। ###
৪ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪৭ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮৭ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১০৫ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে