টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ হেলাল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১৭ফেব্রুয়ারী সকাল ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং পানছড়ি পাড়ায় জনৈক ব্যক্তির বসত-ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য ইয়াবাসহ একজন মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে বসত-ঘর থেকে পালানোর চেষ্টাকালে পানছড়ি পাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোঃ হেলাল (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। কবমপরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৪ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে