টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদে এনজিও সংস্থা মুক্তির উদ্যোগে স্থানীয় সরকারের সাথে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মীয় রীতিনীতি মেনে শালীনতার মধ্য থেকে প্রত্যন্ত এলাকার নারীদের সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
২১মার্চ সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তির উদ্যোগে স্থানীয় সরকারের সাথে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন এনজিও প্রতিনিধি অক্সফার্ম প্রটেকশন অফিসার সুবীর কুমার কর, উত্তরণের পারভেজ মোশারফ।
নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন মুক্তি কক্সবাজারের প্রকল্প সমন্বয়কারী ফয়সাল বারী, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তির এডভোকেসী অফিসার দীপা সমদ্দার, কমিউনিটি ফ্যাসিলিটেটর আক্তার কামাল, হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, (১,২ ও ৪নং ওয়ার্ডের সংরক্ষিত) মহিলা মেম্বার রাহামা বেগম, (৩,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত) মহিলা মেম্বার নাসরিন পারভীন কবির, উপসহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ারসহ নারীর সক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের উপকারভোগী মহিলা সদস্যগণ।
উপস্থিত বক্তারা এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এলাকার সরকার ও জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এই প্রকল্প আরো সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়।
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৪ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে