টেকনাফে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় এক র্যালী টেকনাফ সহ-ব্যবস্থাপনা কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
“উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” শীর্ষক প্রতিপাদ্যে সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি এ, কে, এম নুরুল করিম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নেচার এন্ড লাইফ প্রকল্পের লাইভলিহুড ম্যানেজার খাদিজা ইসলাম , টেকনাফ রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবুল কালাম সরকার, নাইট্যংপাড়া সিপিজি সদস্য মোঃ আবদুল্লাহ, মাঠপাড়া সিপিজি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
টেকনাফ সিএমসির উদ্যোগে ইউএসএআইডি’র সহায়তায় কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের আয়োজনে নেচার এন্ড লাইফ প্রকল্পের টেকনাফ সাইট অফিসার শওকত ওসমানের সঞ্চালনায় দিবসের আলোচনা সভায় বক্তারা বনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বন রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য সকলকে অনুরোধ করেন।
কর্মসূচীতে বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বনপাহারাদলের সদস্য ও ভিসিএফ সদস্যরা অংশগ্রহন করেন।
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৪ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে