টেকনাফে গলায় ফাঁস গালানো অবস্থায় মোহাম্মদ আবছার (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন অভিমানের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এই মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ের পশ্চিম সিকদার পাড়া নিজ বাড়ি থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
মোহাম্মদ আবছার পশ্চিম সিকদার পাড়ার আবু তৈয়ুবের ছেলে ও হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
ওসি জানান, তার পারিবারিক সূত্রে জানা যায় তার ভাই তাকে পড়াশোনা করতে বকাঝকা করলে সোমবার রাতের যে কোন সময় সে অভিমান করে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
৪ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৭ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১০৪ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে