১৯ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক সাবরাং সৈকত এলাকার সংলগ্ন সমুদ্রে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ০২১৫ ঘটিকায় মায়ানমার হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশী করে ৩৫,০০০ (পয়ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ ০৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
৯ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
২৯ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪২ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৮ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৬ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৬ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে