উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি সহ মো. জোবায়েদ (৪০) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস শুরু করেছে।
১৫ নভেম্বর (বুধবার) রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
৫ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ৫১ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৪৭ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে