আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুরে এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান ২১ নভেম্বর স্কুল চত্বরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শামীম আখতার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানর উদ্বোধন করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন,কলা অনুষদ ড. তুহিন ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
লেখক ও টাষ্ট্রি, শিল্পী কল্যাণ টাষ্ট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নাহিদ হাসান নলেজ, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা তুলে দেন। #