সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ্যদের সুস্থ্যতা কামনায় তানোর উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) ১ নং কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।
কলমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মানিরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থীত ছিলেন, কলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।