মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ১ম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির পথচলা দীর্ঘসময়ের হলেও অন্যান্য কর্মসূচী বাস্তবায়ন করা হলেও এবার প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে কাশবন রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল সমিতির সভাপতি ওমর ফারুক বাবলুর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হাজী মো. মহসিন আলী, নিজাম উদ্দিন, প্রিয়তোষ রায় মানিক ও দিদারুল আলম সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মুকুল পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক সালা উদ্দিন, শাহাদাত হোসেন, হিসাবরক্ষক তাপস কান্তি চৌধুরী, প্রচার সম্পাদক নুরুল করিম রুবেল, নির্বাহী সদস্য শাহ ইমরান শামীম, মনজুরুল আলম সুজন, নাসির উদ্দিন, মিজানুর রহমান ভূঁইয়াসহ বারইয়ারহাট পৌরবাজারের ফার্মেসী মালিকরা।