আদর্শ কাশিপুর বিনির্মানের লক্ষ্যকে সামনে রেখে কাশিপুর নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে শনিবার (২২ মার্চ) আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। এসময় রাজিব সুষ্ঠ সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মানে সামাজিক কল্যাণে সকলকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও ভবিষ্যতে কাশিপুরের সকল উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সব সময় সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আরাফাত আলম জিতু। ইফতারের পূর্ব মূহুর্তে জিতু তার বক্তব্যে বিগত স্বৈরাচার সরকারের সময়ে কাশিপুরের মাঝে অতীতের সকল অনিয়ম ও অপকর্মের চিত্র তুলে ধরেন। সমাজ থেকে চাদাবাজ, সন্ত্রাস, মাদক, অন্যায় ও দূর্নীতি দূরিকরনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জিতু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিপুর বিএনপির প্রবিণ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম টিটু ঢালী ও সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব এস এম আল আমিন।