বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জনতা ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আবদুর রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স. ম. আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, কৃষক দলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আবদুল কাদের, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স. ম. আসাদুজ্জামান আসাদ, এবং বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুব সমাজের ঐক্য, আদর্শ ও দেশপ্রেমই জাতির অগ্রগতির মূল শক্তি। যুবদল সেই লক্ষ্যেই কাজ করছে।”
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে