গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘সরকার সাজানো নির্বাচন করার কথা ভাবছে। নির্বাচন করে ফেললে আবারও ৫ বছরের জন্য জনগণের ওপর চেপে বসবে। কাজেই নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে অক্টোবরেই গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারকে বিদায় করতে হবে।’তিনি বলেন, ‘সামনে দুর্গাপূজা। কিছুদিন আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন- সরকার চাইলে পূজায় হামলা হবে, না চাইলে হবে না। কারণ বিগত বছরের সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনার বিচার সরকার করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়।’শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ একাংশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ হয়।
নুরুল হক নুর বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনি ইস্যুতে বিবৃতি দিয়ে সরকার দ্বিচারিতা করেছে। সরকার দুই পক্ষকে যুদ্ধ বিরতির কথা বলেছে। এখানে তো দুই পক্ষ যুদ্ধ করছে না। যুদ্ধ বন্ধ করলে ইসরাইলকে বলতে হবে। কারণ তারা যুদ্ধজাহাজ, বিমান, রণতরী, অস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। বিশ্ব সম্প্রদায়কে এক পাক্ষিক চশমা পরিহার করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। স্বাধীন ফিলিস্তিনই মধ্যপ্রাচ্যে সংকটের সমাধান।’
গণঅধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই। তলে তলে আপস করে ভারত ও ইসরাইলের সহযোগিতায় এই সরকার আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু ১৪ ও ১৮ সালের মতো ভুয়া নির্বাচন করে বিদেশিদের তাবেদারি করে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’
প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টন, পানির ট্যাংকি, নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়।
গণঅধিকার পরিষদ একাশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন- পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম,আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুুর রহিম, ছাত্র অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাক মুনতাজুল ইসলাম প্রমুখ।
১০ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৩২ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৫ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৪১ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে