"হৃদয়ে বঙ্গবন্ধু, সবুজ করি দেশ চলো বন্ধু" -স্লোগান সামনে রেখে "সবুজ স্কুল, সবুজ দেশ" ক্যাম্পেইনের প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর আতিকের উদ্যোগে এবং "গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট", দোহার উপজেলা শাখার সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার 'লটাখোলা করম আলী মোড় জামে মসজিদ' -এর মুসল্লীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহম্মদ আতিকুর রহমান আতিক বলেন, আমাদের ধারাবাহিক ক্যাম্পেইন " সবুজ স্কুল সবুজ দেশ" -এর আজ ছিল ২৩ তম আয়োজন। শততম ক্যাম্পেইন করার লক্ষে এগিয়ে যাচ্ছি৷ সবুজ দোহার তথা সবুজ দেশ গড়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
১০ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৫ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৬ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৪১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে